Thursday, November 27, 2014

http://bit.ly/1uYQhLc


বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে ভাড়ায় নেওয়া একটি বাড়িতে দেহ ব্যবসার অভিযোগ উঠেছে।প্রিয়াঙ্কা চোপড়ার বাড়িতে দেহব্যবসা! প্রিয়াঙ্কা চোপড়া চলতি মাসের প্রথম সপ্তাহে মুম্বাইয়ের আন্ধেরি বিল্ডিংয়ের ওই বাড়িতে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করেছে পুলিশ।http://en.wikipedia.org/wiki/Priyanka_Chopra
 মুম্বাই মিরর জানিয়েছে, মানিক সোনি নামে এক ব্যক্তি স্পা সেন্টার খুলেছিলেন প্রিয়াঙ্কার ওই বাড়িতে।


http://bit.ly/1uYQhLc pianka cupra image

খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। পরে স্পার নামে দেহ ব্যবসার প্রমাণ পাওয়া যায়। ওই ভবনেই প্রিয়াঙ্কার মায়ের একটি ক্লিনিক।
 ভবনটির একটি তলার ৩ হাজার বর্গফুটের মালিক প্রিয়াঙ্কা।http://en.wikipedia.org/wiki/Priyanka_Chopra
 মুম্বাই পুলিশ জানিয়েছে, আটকের পর তিনজনকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে মেরি কম খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার প্রতিক্রিয়া জানা যায়নি 

1 comment: