Saturday, November 29, 2014

http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk5ODk%3D&s=MTk%3D

​ বলের আঘাতে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ মারা যাওয়ার পর এবার মারা গেলে এক আম্পায়ার।


 তার নাম হিলেল অস্কার। বয়স ৫৫ বছর। শনিবার ইসরাইলে একটি ক্রিকেট ম্যাচে বলের আঘাতে প্রাণ হারান তিনি।
, বোলারের করা ফাস্ট বল ব্যাটসম্যানের হিটে অপরদিকের স্ট্যাম্পে লেগে আম্পায়ারের গায়ে লাগে। এতে গুরুতর আহত হন তিনি। দ্রুত হাসপাতালে নেয়া হলেও মারা যান হিলেল অস্কার।

 কিন্তু বলটি তার শরীরের কোথায় লেগেছে তা নিয়ে গণমাধ্যমগুলোয় ভিন্ন তথ্য এসেছে।  , হিলেল অস্কারের মুখে এসে লাগে দ্রুত গতির বলটি। আবার ইসরাইলি গণমাধ্যমে বলা হয়েছে, বলটি তার বুকে আঘাত করে এবং এ থেকে হার্ট অ্যাটাকে মারা যান হিলেল অস্কার।

 । হিলেল অস্কার ইসরাইলের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন। পরে আম্পায়ার হন। তবে দেশটিতে ক্রিকেট জনপ্রিয় নয়। তারপরও চলে বিভিন্ন পর্যায়ের লিগ।
 ভারত, দণি আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে খেলোয়াড় ভাড়া করে আনা হয় লিগের জন্য। - See more at: http://www.dailynayadiganta.com/details.php?nayadiganta=ODk5ODk%3D&s=MTk%3D#sthash.xDJJUf2T.dpuf

No comments:

Post a Comment