হিউজের মৃত্যু সংবাদ শুনে মাশরাফির প্রতিক্রিয়াঃ -
‘মনটা ভীষণ খারাপ হয়ে আছে, ভীষণ। সবকিছু অর্থহীন মনে হচ্ছে। এভাবে একটা ছেলে মরে গেল! মানতে পারছি না, মানা যায় না। । যে খেলাটাকে এত ভালোবাসি, সেই খেলা যদি এভাবে আমাদের একজনের প্রাণ কেড়ে নেয়, সেই ভালোবাসা কি আর থাকে! একদমই ভালো লাগছে না।’ -
‘রানাকেও খুব মনে পড়ছে আজ। ওই যে মোটরসাইকেল অ্যাকসিডেন্ট করল, রানা কি ভাবতে পেরেছিল, এটাই ওর শেষবার বাইকে ওঠা! কয়েক সেকেন্ড আগেও কি হিউজ ভাবতে পেরেছিল, ওই বলটাই তার জীবনের শেষ বল?’ - ‘আজ শুধুই মনে হচ্ছে কেন বাউন্সার দিতে হবে! শেষ পর্যন্ত খেলাটা তো বিনোদন। সেই খেলা যদি জীবন কেড়ে নেয়, তাহলে খেলে কী লাভ! হিউজের পরিবার কীভাবে এই ক্ষতি পোষাবে! কিংবা হিউজ, বেচারা ২৫ বছরেই শেষ হয়ে গেল। এ জন্যই মনে হচ্ছে, নিষিদ্ধ করে দিক না বাউন্সার! না হয় আমরা পেসাররা মার খেলাম, তবু...।’
No comments:
Post a Comment