Thursday, November 27, 2014

http://www.jugantor.com/international/2014/11/27/180432

অস্ট্রেলিয়া জাতীয় দলের ক্রিকেটার ফিল হিউজ মারা গেছেন।

http://www.jugantor.com/international/2014/11/27/180432 image


 সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গত মঙ্গলবার নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ম্যাচ চলার সময় বাউন্সারের আঘাতে মাথায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি কোমায় ছিলেন। বৃহস্পতিবার সকালে সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কোমায় থাকা ফিল হিউজের লাইফ সাপোর্ট খুলে ফেলার অনুমতি দেয় তার পরিবার। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক পিটার ব্রুকনার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।\


 এ পর্যন্ত ২৬টি টেস্ট খেলা ফিল হিউজ মঙ্গলবার বলের আঘাতে আহত হওয়ার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অস্ত্রোপচারও করা হয়। এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানিয়ে বলা হয়, আহত হওয়ার পর থেকে গত দুদিনেও তাঁর জ্ঞান ফেরেনি। http://www.jugantor.com/international/2014/11/27/180432

পরিবারের অনুমতিক্রমে তার লাইফ সাপোর্ট খুলে নেয়া হয়। মৃত্যুর সময় তাঁর আত্মীয়স্বজন এবং বন্ধুরা পাশে ছিল। হিউজের মৃত্যুতে ক্রিকেট কমিউনিটি শোক প্রকাশ করেছে। চিকিৎসকরা হিউজের এই আঘাতকে দ্রতগতিসম্পন্ন গাড়ি দুর্ঘটনার সাথে তুলনা করেছেন। - See more at: http://www.jugantor.com/international/2014/11/27/180432#sthash.b1FRJgG6.Hgd0XsrQ.dpuf

No comments:

Post a Comment